রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

নৈঃশব্দের আগে

 



নৈঃশব্দের আগে

-শুভাশিস ঘোষাল


যদি ভুলে যাও ---

সেই মোমগলা সন্ধ্যা 

কুয়াশায় মোড়া রাত,

নিবিড় নিগড়ে বাঁধা 

হাতের উপরে হাত,

যদি ভুলে যাও।


যদি দূরে যাও ---

ঋতুমতী নদীতীরে 

খেয়াঘাট পারাপার

শেষ ট্রেন গেছে চলে 

পৌরাণিক অন্ধকার,

যদি দূরে যাও।


যদি রয়ে যাও ---

বারুদের বিষণ্ণ গন্ধে 

নোনাধরা দেওয়ালে 

বোমাত্রস্ত শিবিরে 

এই বিবর্ণ বিকেলে,

যদি রয়ে যাও।


জানি, আমি তবু জানি 

রথচক্র গ্রাস করিবে মেদিনী,

ঝরে যাবে পাতা, আকিঞ্চন।

তবু সেই নৈঃশব্দের আগে

গোধুলির শেষ অস্তরাগে

একবার উষ্ণ আলিঙ্গন, 

--- যদি রয়ে যাও। 


-----------------------


প্রথম প্রকাশঃ অক্টোবর ২০২৩, 'ছাতিম' ট্রায়ঙ্গেল বেংগলি এসোসিয়েশনের শারদীয়া সংখ্যা।


২টি মন্তব্য: