শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

বধির সময়ের বাতিল কবিতা




বধির সময়ের বাতিল কবিতা  

-শুভাশিস ঘোষাল  

কেউ দিয়েছিল পুজো  
স্নান সেরে গঙ্গাজলে
কে পেয়েছিল সুখ
রেস্তোরাঁ শপিংমলে।
ওরা তো বেশ ভালই আছে
সুখী মানুষ নিজের কাছে,
আমি তবে কিসের টানে
কৃষ্ণচুড়া, শালিখ খুঁজি?
জ্যোৎস্না-আলো অন্ধকারে
শিশির ভেজা ঘাসের পরে
নকশি-কাঁথায় কথার মানে
তোর আমার মনকে বুঝি?
মনে পড়ে ছেলেবেলায়
মাঠ পেরিয়ে বটের তলে
কি আনন্দ বৃষ্টি ভেজায়
কুয়োর মিষ্টি ঠান্ডা জলে?
নাহয় অমন থাকত সময়
রাখতি বেঁধে বেণীর সাথে
পাখির মতো ভিজত হৃদয়
আলতো ঠোঁট ছুঁইয়ে হাতে।
খুকির পায়ের রঙ্গিন জুতো
(নাহয়) মেলায় কেনা শস্তা হতো।
ইচ্ছেগুলো মেঘের মতন
সৃষ্টিছাড়া হোক না কেন?
বৃষ্টি হয়ে পড়ুক ঝরে
যখন তখন ফুলের পরে
ঘুমের দেশে সুখের স্বপন
পরীর বলা গল্প যেন। 



------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৮,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন


কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন