রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

অবগাহন

 অবগাহন

-শুভাশিস ঘোষাল




জানি, থাকা যায়

আরও কিছু ক্ষণ নিরালায়

কবোষ্ণ জলে,

আরও কিছু ক্ষণ ছোঁয়া যায়

ঠোঁট, রাঙা কামনায়

পয়োধর তলে;

নিঃশ্বাসের গলানো ইস্পাত

দুর্মর ফেলা যায়

তূর্ণ গতি বলে।

তবুও এখনই সময়

ধারাস্নান সেরে ---

শিশিরে সম্পৃক্ত মাটি

পাতার পথ ধরে,

কৌমুদীরাতে কিংবা

গাঢ় তমিস্রায়,

পথ খুঁজে নিতে তারার

তৃষিত আলোয়।

বুটের নির্মম শব্দ আর

সাইরেনের তীক্ষ্ণ চিৎকার ;

অসউইজ থেকে আসা

মৃতদের মিছিলের ভাষা

শুনি দৃঢ় প্রতিজ্ঞার ---

বেয়নেট যদি ফেঁড়ে দেয়

তোমার আমার

হৃদপিন্ড আবার,

তবু মুখে মুখে ছড়াবে 

নিষিদ্ধ ইস্তেহার। 


----------
প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০২০,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন


কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন