বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

অলীক






অলীক

-শুভাশিস ঘোষাল


ধরা যাক কোনো এক সুন্দর সকালে 
বৃষ্টি এসে মুছে ফেলে বারুদের ঘ্রাণ, 
আকাশে ছড়ানো বিষ আর ঘৃণার অক্ষর --- 
বুকের ভিতর সযত্নে লালন করা 
ইতিহাস, ধর্মগ্রন্থ, সংবিধান যা শিখিয়েছে 
বহুদিন ধরে অস্ত্রের আওয়াজ ফিকে হয় 
চুপ করে শোনে সে বাতাসের কথোপকথন
থেমে যায় যন্ত্রের নিঃশ্বাস, পৃথিবীর উষ্ণায়ণ
মৃত অরণ্যেরা ফিরে আসে দলে দলে 
বিলুপ্ত প্রজাতি আর প্রজাপতি নানা রঙে। 
তখন সাগরবেলায় ঝিনুকের ফাঁক দিয়ে 
ভেনাস উঠে আসে বতিচেল্লির ক্যানভাসে, 
বিকেলের নরম মিঠে রোদে শরীরে শরীর ছুঁয়ে 
অব্যক্ত প্রতিজ্ঞায়। তারপর বহুদিন কেটে যায় 
বসন্ত বিলাসে, পৃথিবী ঘুমিয়ে পড়ে। 


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৫,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন