বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

আচ্ছে দিন


আচ্ছে দিন

-শুভাশিস ঘোষাল

যাচ্ছে খুড়ো অল্প বুড়ো বাগুইহাটি 
ঝিমচ্ছিল, হঠাৎ খেল মাথায় চাঁটি । 
(সবে)   রাস্তা জুড়ে ছপড় ফুঁড়ে দেখছে কাকে?
(খুড়ো)  হলদিরামে জলদি নামে বাসের থেকে।
            কাজ যা ছিল, ভোগ মে গেল, খুড়ো ভাবে,
            যা হোক সে তা, লোকটা কে তা, দেখতে হবে।
            বিরাট নেতা, প্রচুর কেতা, বোঝেন নাড়ি (লোকের)
            ছাতি ছাপ্পান, গোমূত্র খান, সফেদ দাড়ি
            ফেকলু মুদী, চক্ষু মুদি, দিচ্ছে ভাষণ ---
            এবার তবে বড়িহা হবে তাহার শাসন।
            মিলেগা কাম, কাপড়া মকান ছাউনি টিনের,
            নোড়ায় ছেঁচে স্বপ্ন বেচে আচ্ছে দিনের।
            বলছে মুদী, নো সাবসিডি গ্যাসের তেলের,
            ট্রেজারি ফাঁকা, নেইকো টাকা, মিডডে মিলের।
            আর খায়না, ছাড়ো বায়না, মাইনাস সাতে
            লড়ছে জওয়ান, হয়ে আগুয়ান, কার্গিলেতে।
            না খায়ুঙ্গা, খানে না দুঙ্গা, করেছি পণ
            ফেলেছি জাল, সন্ধে সকাল, (ধরব) কৃষ্ণের ধন।  
            মেহুল তবে, মোদী নীরবে, অল্প খাবে
            মুকেশ-বিজয়, অমিত তনয়, গুছিয়ে নেবে।
(কিন্তু)  নোটবন্দী, ভোটফন্দি নয়কো মোটে,
(ইফ)    ইয়ু আর লাকি, পন্দ্রা লাখ হি অ্যাকাউন্টে।
            ধৈর্য্য ধরো, সবুর করো, ফলবে মেওয়া
            বাঁচলে গদি, ভোটটা যদি, হয় গো দেওয়া
            পদ্মফুলে, সুদে আসলে পাবে রিটার্ন
(বিশ্বাস নেই) না আঁচালে? যাও না চলে, পাকিস্তান।

------------
প্রথম প্রকাশ, ফেসবুক, অগস্ট ২০১৮


কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন