বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

সূর্যতৃষ্ণা



সূর্যতৃষ্ণা

-শুভাশিস ঘোষাল


পৌষালি ধান কাটা হয়ে গেছে কবে 
যখন ভরেছে জমাখরচের পাতা, 
গাছের কোটরে প্রতীক্ষারত পেঁচা 
মেঠো ইঁদুরের অমোঘ বাস্তবতা। 

নদীর বাঁকে রূপকথা নেই আর 
বাজারে দেদার বিকিয়েছে শস্তায়, 
জীয়নকাঠির মেয়াদ তো শেষ কবেই 
বেহুলার ভেলা শুধু শব লয়ে যায়। 

দলছুট কাক তবু খড়কুটো খোঁজে 
বাসা বেঁধে নেবে নীল ঝর্ণার পাশে, 
কুয়াশার গ্রাম বিনম্র প্রতিবেশী 
পাতাঝরা বন সোনালি নদীর দেশে। 

শিশিরে তবুও ভারী হয়েছিল রাত --- 
ছেঁড়া মেঘে তাও চাঁদের স্বপন ফেরি, 
সাপের বিবরে সঞ্চিত শীতঘুম 
চুরি করে নিয়ে অমরায় দেবে পাড়ি। 

সময়ের সাথে বেপরোয়া রাজপথে 
সাঁজোয়া কামান ছুটেছে প্রতি ক্ষণে, 
সময় হারিয়ে খুঁজেছে নিরুদ্দেশে 
অমরাবতীর মাইলফলক গুনে। 

পৌষালি ধান জমা হয়ে গেছে ঘরে 
এখন শুধুই বাসনা বেচার দিন, 
চিল খুঁজে নেয় রূপালি মাছের ঘ্রাণ 
মিটিয়ে ফেলবে বাস্তবতার ঋণ। 


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৬,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন