বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

ঘোড়দৌড়





ঘোড়দৌড়

-শুভাশিস ঘোষাল 


জিন রেকাবেতে বাঁধা গতিজাড্য 
বন্ধক আছে শুধু চাহিদার কাছে
অনেক লগ্নির, সম্ভাবনা হিসেব করে
স্টার্টারের ইঙ্গিতে ছুটে যাবে
সব শক্তি জড়ো করে ক্ষুরে
পরের পর প্রতিদ্বন্দ্বী ছেড়ে
এক দৌড় থেকে আরেক দৌড়ে
এনে দেবে সবচেয়ে বিরল সম্মান
সফল জীবন রূপকথা ছুঁয়ে,
তবু ---
বৃত্তাকার পথে ছুটে ক্ষয়েছে জীবন
নিভে আসা নক্ষত্রের মতো
আলো দিতে দিতে
ডুবে যায় অনন্ত আঁধারে ,
ক্ষয়ে যাওয়া জীবনের ভারে
প্রতিশ্রুতি শেষ হয় ভাগাড়ের পথে
ঘাড় গুঁজে মেনে নেওয়া
আশ্চর্য ব্যত্যয়

ছিল না কি সাধ?
তবু
একদিন ছুটে যাবে, 
সবকিছু ছিঁড়ে খুঁড়ে নিজের নিয়মে ---
অন্তহীন স্তেপ 
আর প্রেয়ারির বুকে
যেখানে সবুজ ঘাস ভিজে থাকে
রাতের শিশিরে,
যেখানে হলুদ লাল মেপলের পাতা
ঝরে পড়ে
কার্তিকের হিমেল বাতাসে
ছোটো ঝোরাটির মিঠে জলে
মিটিবে আকণ্ঠ তৃষ্ণা,
দুজনে মুখোমুখি নতুন পরিচয়ে
বুক ভরে টেনে নেবে ভোরের বাতাস
সমৃদ্ধ হিমোগ্লোবিনে
ক্ষণিকের বর্ষণ শেষ হলে
ভালোলাগা থেকে যাবে 
আদরের রামধনু হয়ে,
দুরঙ্গা প্রজাপতি
উড়ে যাবে শিরিষের ডালে,
তারপর কুয়াশায় ইচ্ছেমতো দৌড়
অনাবিল আনন্দ উচ্ছ্বাসে

সন্ধ্যার স্থবির সূর্য হ্রদের স্থির জলে
যখন ম্লান হয়ে আসে প্রতীক্ষায়
একা একা হেঁটে হেঁটে জলের উপরে
চিনে নেবে নিজেরই হৃদয়ের ছবি,
তারপর শুধু কথা বাতাসের সাথে
তার ঘুমপাড়ানি গানে,
মরে যাওয়া চাঁদের শরীর কাছে টানে
পৃথিবীতে নিঃশব্দ শান্তি
শুধু জোনাকিরা ঝিকিমিকি জ্বলে


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৭,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন