শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

জন্মান্তর




জন্মান্তর

-শুভাশিস ঘোষাল

আগামী ন্মে সব বিষয়ে দারুণ সফল হব,  
লিখব পৃথিবীর সবথেকে সুন্দর কবিতা,  
যার ছত্রে ছত্রে ভরে থাকবে রম্যতা; 
তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তুলব 
এক আশ্চর্য ভুবনভোলানো ছবি; 
গানের সুরে মাতাব আগামী পৃথিবী, 
যুদ্ধবাজ ভুলে যাবে বোমারু বিমান। 
খেলায় সমস্ত রেকর্ড হয়ে যাবে ম্লান, 
মেসির পা থেকে ইচ্ছেমত কেড়ে নেব বল; 
ক্যারিশমা অভিনয়ে গুণমুগ্ধ ভক্তদের ঢল, 
অটোগ্রাফ প্রত্যাশীপাপারাৎসিক্যামেরার ফ্ল্যাশ
সার বেঁধে সুন্দরীর পুষ্পবৃষ্টি --পথের দুপাশ। 

পরের জন্মে আমার সমস্ত সময় ঘিরে  
সোমবারের ব্যস্ততাএকটুও নেই অবকাশ, 
তাই  জীবন শুধু রবিবারের অকাজ, 
যেমন ইচ্ছে হাবিজাবি সময় নষ্ট করে। 

আগামী জন্মে হব মহাবিজ্ঞানী, 
ল্যাবেতে অঙ্কে সৃষ্টির রহস্য মোচন ---
সারা পৃথিবী আশায় আশায় তখন 
আমি এনে দেব সুবর্ণকরণী। 

আমি একটা টাইম মেশিন বানাবো 
চুপিচুপিএটা একান্ত নিজের জন্যে; 
সাফল্য খ্যাতি অর্থে ক্লান্ত যখন হব, 
ফিরে আসব আবার পুরোনো জন্মে।

সূর্য তখন উঠতে একটু বাকি, 
তারার তখন বিদায় নেবার সময়, 
ঘুমের থেকে তোমায় যখন ডাকি, 
তোমার চোখে লেগে থাকা বিস্ময়।
কেমন ছিলেআলতো হাতের ছোঁয়া, 
মুখোমুখি চায়ের কাপের ধোঁয়া, 
অনেক কথাসময় আছে থেমে, 
পরীরা সব চাঁদের থেকে নেমে 
ফুল ফুটিয়ে হাওয়ায় মিশে যায়। 
বহু বছর ছিলাম প্রতীক্ষায় 
এমন দিনেরথাকুক পড়ে কাজ ---
সেসব হবে এক জন্ম পরে, 
যেমন খুশী কাটাবো দিন আজ 
তুমি আমি হাজার বছর ধরে। 

------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৪,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল