বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

আচ্ছে দিন


আচ্ছে দিন

-শুভাশিস ঘোষাল

যাচ্ছে খুড়ো অল্প বুড়ো বাগুইহাটি 
ঝিমচ্ছিল, হঠাৎ খেল মাথায় চাঁটি । 
(সবে)   রাস্তা জুড়ে ছপড় ফুঁড়ে দেখছে কাকে?
(খুড়ো)  হলদিরামে জলদি নামে বাসের থেকে।
            কাজ যা ছিল, ভোগ মে গেল, খুড়ো ভাবে,
            যা হোক সে তা, লোকটা কে তা, দেখতে হবে।
            বিরাট নেতা, প্রচুর কেতা, বোঝেন নাড়ি (লোকের)
            ছাতি ছাপ্পান, গোমূত্র খান, সফেদ দাড়ি
            ফেকলু মুদী, চক্ষু মুদি, দিচ্ছে ভাষণ ---
            এবার তবে বড়িহা হবে তাহার শাসন।
            মিলেগা কাম, কাপড়া মকান ছাউনি টিনের,
            নোড়ায় ছেঁচে স্বপ্ন বেচে আচ্ছে দিনের।
            বলছে মুদী, নো সাবসিডি গ্যাসের তেলের,
            ট্রেজারি ফাঁকা, নেইকো টাকা, মিডডে মিলের।
            আর খায়না, ছাড়ো বায়না, মাইনাস সাতে
            লড়ছে জওয়ান, হয়ে আগুয়ান, কার্গিলেতে।
            না খায়ুঙ্গা, খানে না দুঙ্গা, করেছি পণ
            ফেলেছি জাল, সন্ধে সকাল, (ধরব) কৃষ্ণের ধন।  
            মেহুল তবে, মোদী নীরবে, অল্প খাবে
            মুকেশ-বিজয়, অমিত তনয়, গুছিয়ে নেবে।
(কিন্তু)  নোটবন্দী, ভোটফন্দি নয়কো মোটে,
(ইফ)    ইয়ু আর লাকি, পন্দ্রা লাখ হি অ্যাকাউন্টে।
            ধৈর্য্য ধরো, সবুর করো, ফলবে মেওয়া
            বাঁচলে গদি, ভোটটা যদি, হয় গো দেওয়া
            পদ্মফুলে, সুদে আসলে পাবে রিটার্ন
(বিশ্বাস নেই) না আঁচালে? যাও না চলে, পাকিস্তান।

------------
প্রথম প্রকাশ, ফেসবুক, অগস্ট ২০১৮


কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 


ভ্যালেনটাইন দিবসের ছড়া


ভ্যালেনটাইন দিবসের ছড়া

-শুভাশিস ঘোষাল


তুমি ভ্যালেন, আমি টাইন 
তুমি স্পিডিং, আমি ফাইন 
তুমি ক্ষমতা, আমি গদি 
তুমি মমতা, আমি মোদী 
তুমি বিক্ষোভ, আমি মিছিল 
তুমি মেহিকো, আমি পাঁচিল 
তুমি ড্রেন, আমি সোয়াম্প 
তুমি স্টর্মি, আমি ট্রাম্প। 

----------
প্রথম প্রকাশ, ভ্যালেনটাইন ডে ২০১৮, ফেসবুক

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

রঙ্গ


রঙ্গ

-শুভাশিস ঘোষাল


ভাই কতই রঙ্গ দেখি ইন্ডিয়ায় 
ভাই রে ---- 
(দেখো) রুশী মোদী গেলেন কেন মরে? 
নরেন মোদী সিংহাসনে চড়ে, 
শরীফ দাদা কসম খেল --- 
দাউদ ভাইয়ের দিন ফুরোল, 
সেন্সেসানাল সেন্সেক্স আর 
রাহু কেতু সবই সাবাড়, 
রামদেব বাবার প্রাণায়ামে  
প্রাণে আরাম পাই রে, 
ভাই রে । 


-----------
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমায় চরণদাসের গানের কাঠামো অবলম্বনে
প্রথম প্রকাশ ফেসবুক, মে ২০১৪, লোকসভা নির্বাচনের পরে পরে

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

ঘোড়দৌড়





ঘোড়দৌড়

-শুভাশিস ঘোষাল 


জিন রেকাবেতে বাঁধা গতিজাড্য 
বন্ধক আছে শুধু চাহিদার কাছে
অনেক লগ্নির, সম্ভাবনা হিসেব করে
স্টার্টারের ইঙ্গিতে ছুটে যাবে
সব শক্তি জড়ো করে ক্ষুরে
পরের পর প্রতিদ্বন্দ্বী ছেড়ে
এক দৌড় থেকে আরেক দৌড়ে
এনে দেবে সবচেয়ে বিরল সম্মান
সফল জীবন রূপকথা ছুঁয়ে,
তবু ---
বৃত্তাকার পথে ছুটে ক্ষয়েছে জীবন
নিভে আসা নক্ষত্রের মতো
আলো দিতে দিতে
ডুবে যায় অনন্ত আঁধারে ,
ক্ষয়ে যাওয়া জীবনের ভারে
প্রতিশ্রুতি শেষ হয় ভাগাড়ের পথে
ঘাড় গুঁজে মেনে নেওয়া
আশ্চর্য ব্যত্যয়

ছিল না কি সাধ?
তবু
একদিন ছুটে যাবে, 
সবকিছু ছিঁড়ে খুঁড়ে নিজের নিয়মে ---
অন্তহীন স্তেপ 
আর প্রেয়ারির বুকে
যেখানে সবুজ ঘাস ভিজে থাকে
রাতের শিশিরে,
যেখানে হলুদ লাল মেপলের পাতা
ঝরে পড়ে
কার্তিকের হিমেল বাতাসে
ছোটো ঝোরাটির মিঠে জলে
মিটিবে আকণ্ঠ তৃষ্ণা,
দুজনে মুখোমুখি নতুন পরিচয়ে
বুক ভরে টেনে নেবে ভোরের বাতাস
সমৃদ্ধ হিমোগ্লোবিনে
ক্ষণিকের বর্ষণ শেষ হলে
ভালোলাগা থেকে যাবে 
আদরের রামধনু হয়ে,
দুরঙ্গা প্রজাপতি
উড়ে যাবে শিরিষের ডালে,
তারপর কুয়াশায় ইচ্ছেমতো দৌড়
অনাবিল আনন্দ উচ্ছ্বাসে

সন্ধ্যার স্থবির সূর্য হ্রদের স্থির জলে
যখন ম্লান হয়ে আসে প্রতীক্ষায়
একা একা হেঁটে হেঁটে জলের উপরে
চিনে নেবে নিজেরই হৃদয়ের ছবি,
তারপর শুধু কথা বাতাসের সাথে
তার ঘুমপাড়ানি গানে,
মরে যাওয়া চাঁদের শরীর কাছে টানে
পৃথিবীতে নিঃশব্দ শান্তি
শুধু জোনাকিরা ঝিকিমিকি জ্বলে


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৭,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 

সূর্যতৃষ্ণা



সূর্যতৃষ্ণা

-শুভাশিস ঘোষাল


পৌষালি ধান কাটা হয়ে গেছে কবে 
যখন ভরেছে জমাখরচের পাতা, 
গাছের কোটরে প্রতীক্ষারত পেঁচা 
মেঠো ইঁদুরের অমোঘ বাস্তবতা। 

নদীর বাঁকে রূপকথা নেই আর 
বাজারে দেদার বিকিয়েছে শস্তায়, 
জীয়নকাঠির মেয়াদ তো শেষ কবেই 
বেহুলার ভেলা শুধু শব লয়ে যায়। 

দলছুট কাক তবু খড়কুটো খোঁজে 
বাসা বেঁধে নেবে নীল ঝর্ণার পাশে, 
কুয়াশার গ্রাম বিনম্র প্রতিবেশী 
পাতাঝরা বন সোনালি নদীর দেশে। 

শিশিরে তবুও ভারী হয়েছিল রাত --- 
ছেঁড়া মেঘে তাও চাঁদের স্বপন ফেরি, 
সাপের বিবরে সঞ্চিত শীতঘুম 
চুরি করে নিয়ে অমরায় দেবে পাড়ি। 

সময়ের সাথে বেপরোয়া রাজপথে 
সাঁজোয়া কামান ছুটেছে প্রতি ক্ষণে, 
সময় হারিয়ে খুঁজেছে নিরুদ্দেশে 
অমরাবতীর মাইলফলক গুনে। 

পৌষালি ধান জমা হয়ে গেছে ঘরে 
এখন শুধুই বাসনা বেচার দিন, 
চিল খুঁজে নেয় রূপালি মাছের ঘ্রাণ 
মিটিয়ে ফেলবে বাস্তবতার ঋণ। 


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৬,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল 


অলীক






অলীক

-শুভাশিস ঘোষাল


ধরা যাক কোনো এক সুন্দর সকালে 
বৃষ্টি এসে মুছে ফেলে বারুদের ঘ্রাণ, 
আকাশে ছড়ানো বিষ আর ঘৃণার অক্ষর --- 
বুকের ভিতর সযত্নে লালন করা 
ইতিহাস, ধর্মগ্রন্থ, সংবিধান যা শিখিয়েছে 
বহুদিন ধরে অস্ত্রের আওয়াজ ফিকে হয় 
চুপ করে শোনে সে বাতাসের কথোপকথন
থেমে যায় যন্ত্রের নিঃশ্বাস, পৃথিবীর উষ্ণায়ণ
মৃত অরণ্যেরা ফিরে আসে দলে দলে 
বিলুপ্ত প্রজাতি আর প্রজাপতি নানা রঙে। 
তখন সাগরবেলায় ঝিনুকের ফাঁক দিয়ে 
ভেনাস উঠে আসে বতিচেল্লির ক্যানভাসে, 
বিকেলের নরম মিঠে রোদে শরীরে শরীর ছুঁয়ে 
অব্যক্ত প্রতিজ্ঞায়। তারপর বহুদিন কেটে যায় 
বসন্ত বিলাসে, পৃথিবী ঘুমিয়ে পড়ে। 


------

প্রথম প্রকাশিত ঃ অক্টোবর ২০১৫,  দিগন্ত
বেঙ্গলি এসোসিয়েসন অফ নর্থ ক্যারোলাইনার শারদ ম্যাগাজিন

কপিরাইটঃ শুভাশিস ঘোষাল